হার্টবিট ডেস্ক
ভ্রাম্যমাণ আদালতের উদ্যোগে গোপালগঞ্জে গোলাম মাসুদ মৃধা নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে গোপালগঞ্জ শহরের কলেজ মসজিদ রোডের সিটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকরী কমিশনার (ভূমি) মো. মামুন খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাসুদকে আটক করা হয়।
মামুন খান জানান, গোলাম মাসুদ মৃধা দীর্ঘদিন ধরে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। পরে ডাক্তারি সনদসহ অন্যান্য কাগজপত্র দেখাতে না পারায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও জানান, মাসুদ রানার কার্যক্রম বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর পরিপন্থী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গোপালগঞ্জ বিএমএ’র প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Discussion about this post