হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ উদ্বোধনের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও কেক কাটাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। এসব কর্মসূচির আয়োজন করে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, সাধারণ রোগীদের সেবার কথা বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন। আমরা সর্বদা তাই করার চেষ্টা করছি। রোগ প্রতিরোধ ও গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বায়োব্যাংক প্রতিষ্ঠা করা হবে। চলমান বিশ্বের খাদ্য সংকট মোকাবেলায় সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। আমাদের চিকিৎসকদের উচিৎ হবে ফসল উৎপাদনকারী কৃষকদের সেবা নিশ্চিত করা। কৃষকরা একদিন অসুস্থ থাকলে দেশের খাদ্য ঘাটতিসহ অর্থনৈতিক প্রভাব পড়বে। তাই কৃষকদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সকল চিকিৎসককে ঐক্যবদ্ধভাবে তাদের সেবা দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা.এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান।
এতে সভাপতিত্ব করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসাদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন।
এ সময় রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, ব্লাড ট্রান্সফিউশন মেডিসিনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শারমিন, ব্লাড ট্রান্সফিউশন বিভাগের কাউন্সিলর সুব্রত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৭২ সালের ৮ অক্টোবর কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Discussion about this post