হার্টবিট ডেস্ক
স্বাস্থ্য সেবা বিভাগের সাংগঠনিক কাঠামোতে স্থায়ী ও অস্থায়ীভাবে নতুন ৯২টি পদ সৃজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বুধবার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে স্বাস্থ্য সেবা বিভাগের সাংগঠনিক কাঠামোতে নতুন অনুবিভাগ,অধিশাখা, শাখা ও সেল গঠন এবং এ সকল অনুবিভাগ, অধিশাখা, শাখা ও সেলের জন্য ১৮টি ক্যাডার পদ স্থায়ীভাবে ও বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে ৭৪টিসহ মোট ৯২টি পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে সম্মতি প্রদান করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শর্ত মোতাবেক অর্থ বিভাগের সম্মতি প্রয়োজন।
এতে আরও বলা হয়েছে, ‘এমতাবস্থায় স্বাস্থ্য সেবা বিভাগের সাংগঠনিক কাঠামোতে নতুন অনুবিভাগ, অধিশাখা, শাখা ও সেল গঠন এবং এ সকল অনুবিভাগ, অধিশাখা, শাখা, সেলের জন্য ১৮টি ক্যাডার পদ স্থায়ীভাবে ও বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে ৭৪টিসহ মোট ৯২টি পদ সৃজনে সম্মতি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
Discussion about this post