হার্টবিট ডেস্ক
লক্ষীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নৌ-অ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত চর আবদুল্ল্যাহ ইউনিয়ন থেকে জরুরী রোগী পরিবহনে এ বিশেষ অ্যাম্বুলেন্সটি ব্যবহৃত হবে।
শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মূল ভূ-কেন্দ্র থেকে চর আবদুল্ল্যাহ যেতে ইঞ্জিন চালিত নৌকায় সময় লাগে দুই ঘণ্টারও বেশি। এখানে পৌছানোর একমাত্র যানবাহন হচ্ছে নৌকা। সে নৌকাও চলাচল করে দিনের নির্দিষ্ট দুটি সময়ে। সকাল সোয়া সাতটা এবং দুপুর ১২টায় দুইবার নৌকা ছেড়ে যায়। এই সময়ের বাইরে যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা নেই। ফলে গুরুতর অসুস্থ হওয়া কোনো রোগীকে জরুরীভাবে হাসপাতালে নিতে অপেক্ষা করতে হয় নির্দিষ্ট সময়ের!
এতে আরও বলা হয়েছে, এবার দীর্ঘদিনের অপেক্ষা ঘুচলো চর আবদুল্ল্যাহবাসীর। জরুরীভাবে রোগী পরিবহনে একটি নৌ-অ্যাম্বুলেন্স পাচ্ছে অবহেলিত এ জনগোষ্ঠী। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে কেনা হয় এই নৌ-এ্যাম্বুলেন্স। বিশেষ এ এ্যাম্বুলেন্সটিতে রয়েছে রোগীদের জন্য একটা সিট, অক্সিজেন সিলিন্ডার ও রোগীর সাথে ৪ জন বসার ব্যবস্থা। এ্যাম্বুলেন্সটির জ্বালানি ও চালকের ব্যয় বহন করছে উপজেলা পরিষদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নৌ-অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামনাশিস মজুমদার।
Discussion about this post