হার্টবিট ডেস্ক
অদৃশ্য ত্বকের ক্যানসার শনাক্ত করতে সক্ষম ‘স্কিনোমিটার’ নামে এক স্ক্যানার উদ্ভাবন করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের ‘ওয়ারউইক ইউনিভার্সিটি’র বিজ্ঞানীদের উদ্ভাবিত এ স্কিনোমিটারের লক্ষ্য ত্বকের ভেতর ক্যানসার কতদূর পর্যন্ত ছড়িয়েছে সেটি শনাক্ত করা। ‘ইউনিভার্সিটি হসপিটালে ত্বক-ক্যানসার রোগীদের নতুন এ প্রযুক্তি পরীক্ষায় অংশগ্রহণে এখন উৎসাহ দিচ্ছেন গবেষকরা।
হাসপাতালের কনসালটেন্ট ও প্লাস্টিক সার্জন অধ্যাপক জো হার্ডউইক এ প্রকল্পকে ‘বেশ রোমাঞ্চকর’ বলে আখ্যা দিয়েছেন-প্রতিবেদনে বলেছে, ‘স্কাই নিউজ’। ‘ত্বকের ভেতর থাকতে পারে এমন কিছু ক্যানসার সেল, যা আমরা খালি চোখে দেখতে পাই না।
ফলে অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো সরানোর সময় কখনো কখনো এর কিছু অংশ ভেতরে থেকেও যায়।’-ব্যাখ্যা করেন তিনি। ‘এ প্রযুক্তির ইতিবাচক দিক হলো, অস্ত্রোপচারে আগের তুলনায় নির্ভুলতা বাড়ার পাশাপাশি প্রথম চেষ্টাতেই অনেক বেশি ক্যানসার সেল সরিয়ে ফেলতে পারব আমরা।’
Discussion about this post