হার্টবিট ডেস্ক
শেষ পর্যায়ের রেনাল ডিজিজ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর রোবোটিক কিডনি ট্রান্সপ্লান্ট। এই প্রক্রিয়ায় কনসোলে বসে থাকা চিকিৎসক মনিটরের মাধ্যমে পেটের ভিতরের অংশ দেখতে থাকেন। রোবোটিক আর্ম বা হাত অপারেশনে সাহায্য করে।
রোবোটিক হাতের একটি বাহুতে একটি উচ্চ ম্যাগনিফিকেশন 3D ক্যামেরা রয়েছে, যা একটা কি হোলের মাধ্যমে পেটে ঢোকানো হয়, অস্ত্রোপচারের জায়গাটার একটা হাই ডেফিনেশন, ম্যাগ্নিফাইড,ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশন ছবি দেখা যায়।
রোবোটিক কিডনি প্রতিস্থাপনের সুবিধা –
ওপেন সার্জারির তুলনায় কম জটিল। বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজড এবং শেষ পর্যায়ের রেনাল ডিজিজ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। ওবেসিটি আক্রান্ত রোগীদের জন্য নিরাপদ এই রোবোটিক অপারেশন।
ওপেন সার্জারির ক্ষেত্রে কিডনি প্রতিস্থাপনের সুপারিশ করা হয় না। ওপেন সার্জারির ক্ষেত্রে ৭ থেকে ১০ ঘণ্টা সময় লাগে। আর এই রোবোটিক অপারেশন এর ক্ষেত্রে ৩ থেকে ৪ ঘণ্টা লাগে।
প্রচলিত কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে গ্রহীতার তলপেটে ৮-১- ইঞ্চি কাটতে হয়, সেখানে এই রোবোটিকের ক্ষেত্রে মাত্র ১-২ ইঞ্চি কাটতেই চলে। রক্তক্ষরণ অনেক কম হয়, ব্যথা কম হয়, অপারেশন পরবর্তী জটিলতা অনেক কম, সেরে ওঠার সময় অনেক কম লাগে।
চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে যার শরীরে কিডনি বসানো হয়,তার ক্ষেত্রে অপারেশনের পর কয়েকদিনের মধ্যেই কাজে যোগ দিতে পারবে।
সূত্র: নিউজ বাংলা ১৮
Discussion about this post