হার্টবিট ডেস্ক
উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো বৈকালিক ডায়াগনস্টিক সেবা চালু করেছে কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মঙ্গলবার (৪ অক্টোবর) কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমানের নির্দেশনায় আনুষ্ঠানিকভাবে এই সেবার যাত্রা শুরু হয়েছে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরীর সভাপতিত্বে এই সেবামূলক অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য জাফর আলম।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেড়িকেল অফিসার ডা. মুজিবুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
জাফর আলম বলেন, ‘এই বৈকালিক ডায়াগনস্টিক সেবাটি বাংলাদেশ এখনো পর্যন্ত আর কোথাও চালু হয়নি, এই পেকুয়ায় প্রথম। এতদিন এইসেবাগুলো নেওয়ার জন্য বেসরকারী সেবা কেন্দ্রে মানুষ ভীড় জমাতো। এখন সবাই সরকারিভাবে সেবা গ্রহণ করতে পারবে।’
Discussion about this post