হার্টবিট ডেস্ক
বেসরকারি কেয়ার মেডিকেল কলেজের ৩৬জন শিক্ষার্থীকে ইন্টার্নশিপ করার সুযোগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে স্থগিতকৃত বেসরকারি কেয়ার মেডিকেল কলেজ ঢাকা হতে নভেম্বর ২০২০ এবং মে ২০২১ ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ জন (২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ২ জন ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ৩৪ জন) শিক্ষার্থীর ইন্টার্নশিপ অন্য কোনো বেসরকারি মেডিকেল কলেজ থেকে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করার জন্যও সবিনয় অনুরোধ করা হলো।’
Discussion about this post