হার্টবিট ডেস্ক
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন নার্সিং কর্মকর্তাগণের Youth leaders’ program 2023 মনোনয়নের জন্য আবেদনের আহ্বান শুরু, যা আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) নার্সিং ও মিডওয়াইফারির ওয়েবসাইটে প্রকাশিত অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রাশেদা আকতার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন নার্সিং কর্মকর্তাগণকে Youth leaders’ program 2023 মনোনয়নের জন্য আবেদন পত্র আহ্বান করা হচ্ছে।’
এতে আরও বলা হয়েছে, ‘যাদের IELTS SCORE করা আছে এবং চাকরির বয়স ৫ বছর পূর্ণ হয়েছে, তাদেরকে আবেদন করার অনুরোধ করা হলো। আবেদন পত্র আগামী ২ অক্টোবর দুপুর ২টার মধ্যে ই-মেইল (trainingdgnm@gmail.com) যোগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ), নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রসাশন/শিক্ষা ও শৃঙ্খলা) ও মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
Discussion about this post