হার্টবিট ডেস্ক
স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে কর্মরত ২৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশকৃত নিম্নোক্ত ২৫ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৩য় গ্রেড টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে পরিচালক/সমমান পদে পদোন্নতি প্রদান করা হল।’
এতে আরও বলা হয়েছে, ‘পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে যারা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত আছেন তারা নিয়মিত পরিচালক হিসেবে বহাল থাকবেন এবং পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত অন্যান্য কর্মকর্তাগণ পরবর্তী পদায়ন না করা পর্যন্ত পূর্ব পদের দায়িত্ব পালন করবেন। পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ তাদের যোগদানপত্র email: per2@hsd.bd এ প্রেরণ করবেন।’
পদোন্নতি প্রাপ্তরা হলেন-শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. তপন কান্তি সরকার, রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুল আহসান তালুকদার, স্বাস্থ্য অধিদপ্তরের (ওএসডি) ডা. এস এম মুস্তাফিজুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. হাবিবুর রহমান, রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক (চলতি দায়িত্ব) ডা. আবু মো. জাকিরুল ইসলাম, রাজশাহী আইএইচটির অধ্যক্ষ (উপপরিচালক সমমান) ডা. ফারহানা হক, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (ওএসডি) কাজী হেফায়েত হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন’ শীর্ষক প্রকল্পের পরিচালক ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, স্বাস্থ্যের ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. ফরিদ হোসেন মিঞা, ন্যাশনাল এইডস এন্ড এসটিডি কন্ট্রোলের (এনএএসসি) পরিচালক (চলতি দায়িত্ব) ডা. শাহ্ মোহাম্মদ জসিম উদ্দিন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. মহিউদ্দিন, স্বাস্থ্যের বরিশাল বিভাগের বিভাগীয় পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. হুমায়ুন শাহীন খান, নোয়াখালী ম্যাটস’র অধ্যক্ষ ডা. মো. হাবিব-উল-করিম, ঝিনাইদহ আইএইচটির অধ্যক্ষ ডা. তানভীর আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (লেপ্রোসী) এমরিডিসি ডা. মোহাম্মদ ইউনুস আলী, কুমিল্লা ম্যাটস’র অধ্যক্ষ ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (পিএন্ডসি) সিএমএসডি ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. মো. সাইদুজ্জামান, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ডা. ফরিদা ইয়াসমিন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. এইচ এম সাইফুল ইসলাম, অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের লাইন ডাইরেক্টর ডা. মো. আবু জাহের, আইইডিসিআর’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) (এপিডেমিওলজি) (চলতি দায়িত্ব) ডা. মো. শাহ আলম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. খলিলুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. শীতল চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) (পিএইচসি) ডা. তাহমিনা সুলতানা।
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
Discussion about this post