হার্টবিট ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন চার কোটি ৫৫ লাখ ছয় হাজার ৬৩২ জন।
আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১২ লাখ ৫০ হাজার ৬৫৭ জন। এ ছাড়া দুই ডোজের টিকা পেয়েছেন ১২ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৮১১ জন মানুষ।
রোববার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ১২ হাজার ১২৩ জন। এর মধ্যে পুরুষ ছয় হাজার ৩১১ জন এবং মহিলা পাঁচ হাজার ৮১২ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ২৭ হাজার ২৬৬ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৮২৯ এবং মহিলা ১৩ হাজার ৪৩৭ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন ৭২ হাজার ৯৮৬ জন। এর মধ্যে পুরুষ ৩৬ হাজার ৩৪০ এবং মহিলা ৩৬ হাজার ৬৪৬ জন। এগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।
গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৮৯ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮০ জন।
এদিকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন ১১ লাখ ৯৮ হাজার ৮২৭ জন। আর রোববার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৪ হাজার চার জন। এর মধ্যে পুরুষ দুই হাজার ২৩৩ জন এবং মহিলা এক হাজার ৯৭১ জন।
Discussion about this post