হার্টবিট ডেস্ক
যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব পেডিয়্যাট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ ফেলোশিপ অর্জন করেছেন বাংলাদেশি চিকিৎসক ডা. মুহাম্মাদ আরিফ হোসেন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর সব দেশে গ্রহণযোগ্য শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য এটিই সর্বোচ্চ ডিগ্রী।
এর আগেও চিকিৎসা শিক্ষায় বিশেষ অবদানের জন্য জাপান এবং যুক্তরাষ্ট্র থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হন এই বাংলাদেশি তরুণ চিকিৎসা বিজ্ঞানী।
ডা. মুহাম্মাদ আরিফ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। ১১ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ গ্রামের স্কুলে পড়েছেন এসএসসি পর্যন্ত। উচ্চ-মাধ্যমিক পড়েছেন ঢাকার মিরপুর বাঙলা কলেজ থেকে।
এরপর রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে একই প্রতিষ্ঠান থেকে শিশু বিভাগে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন।
Discussion about this post