হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া (সিএমএল) দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিএসএমএমইউ’র হেমাটলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এ দিবস পালন করা হয়।
বিএসএমএমইউর হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিএসএমএমইউ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগমসহ বিএসএমএমইউ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, ‘সিএমএল রোগের আক্রান্তদের চিকিৎসা অনেক ব্যয়বহুল। চিকিৎসা করতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। এ রোগের খরচ কমিয়ে আনতে আমাদের সবার এগিয়ে আসা উচিত।’
অধ্যাপক ডা. মাসুদা বেগম বলেন, যথাযথ মনিটরিংয়ের অভাবে সিএমএল রোগীরা দূর্বিসহ জীবনযাপন করে। দীর্ঘমেয়াদী রোগ হওয়ায় অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। অনেকেই এত ওষুধ কিনতে পারনে না। ওষুধের দাম কমিয়ে আমরা তাদের পাশে থাকতে পারি।
অধ্যাপক ডা. সালাহউদ্দিন বলেন, সিএমএল রোগীদের অনেকের ক্ষেত্রে রোগের কোনো প্রকার লক্ষণ প্রকাশ পায় না। এতে রোগীরা বুঝতেই পারে না তারা সিএমএল আক্রান্ত। রোগীদের দুর্বলতা, শেষ রাতে ঘাম হওয়া, ওজন হ্রাস পাওয়াসহ ইত্যাদি সিএমএল রোগের লক্ষণ।
Discussion about this post