হার্টবিট ডেস্ক
অধ্যাপক ডা. মো. সালেক তালুকদারের লেখা অর্থোপেডিক সার্জারি বিষয়ক বই ‘ট্রিটমেন্ট অব ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন’র মোড়ক উন্মোচন হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাস্থ্য বিষয়ক এ বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব সাইন্স অধ্যাপক এস এ আশরাফ।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, স্বাগত বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. কাইয়ুম চৌধুরী।
গ্রন্থের রচয়িতা অধ্যাপক ডা. মো. সালেক তালুকদার বলেন, আমার এ বইটি চিকিৎসক সমাজ ও সর্বস্তরের মানুষের উপকারে আসবে বলে আশা করছি। বইটি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে এর প্রচারণায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
Discussion about this post