অনলাইন ডেস্ক
ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান হিসেবে জনপ্রিয় নিমপাতা ও হলুদ। কাঁচা হলুদ শরীরে ডিটক্স হিসেবে কাজ করে। প্রাচীনকাল থেকে ন্যাচারাল এন্টিবায়োটিক হিসেবে কাঁচা হলুদের ব্যবহার হয়ে আসছে। অন্যদিকে নিম ত্বকের বিভিন্ন সমস্যার প্রতিষেধক হিসেবে কাজ করে।
নিমের পাতা ঘামাচি, অ্যালার্জিসহ নানা রোগ প্রতিরোধক। এটি শক্তিশালী জীবাণুনাশক। ত্বকের বিভিন্ন সমস্যায় কিভাবে নিম ও হলুদ ব্যবহার করবেন পরামর্শ দিয়েছেন বিন্দিয়া বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ শারমিন কচি। লিখেছেন নাঈম সিনহা।
রোদে পোড়া দাগ
ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে কার্যকর নিমপাতা ও কাঁচা হলুদ। ১ চা চামচ নিমপাতা বাটা, ১ চা চামচ কাঁচা হলুদ বাটা, ১ চা চামচ মুলতানি মাটি ও ১ টেবিল চামচ লেবুর রস একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। সেনসেটিভ ত্বক হলে লেবুর রস বাদ দিন। এই প্যাক রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। শুকিয়ে গেলে হালকা ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে তুলে ফেলুন। সপ্তাহে দুই দিন করে তিন সপ্তাহ ব্যবহার করলেই ফল পাবেন।
চোখের নিচের কালো দাগ
চোখের নিচের কালো দাগ সারাতে বাজারের বিউটি প্রডাক্টস নয়, সমাধান খুঁজে নিন নিমপাতা ও কাঁচা হলুদে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। চার থেকে পাঁচটি নিমপাতা, কয়েক টুকরা কাঁচা হলুদ এক গ্লাস পানিতে সিদ্ধ করে নিন। সিদ্ধ করা পানিতে কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিন। এবার পানি ছেঁকে আলাদা করুন। এই পানি ফ্রিজে রাখুন। ঠাণ্ডা পানি তুলার বলে ভিজিয়ে দিনে দুবার চোখের নিচে লাগান। এক সপ্তাহেই উপকার পাবেন।
ব্রণ কমাতে
মুখের ব্রণ মানেই দাগের বাড়তি দুশ্চিন্তা। ব্রণের দাগ দূর করতে সব টোটকা ব্যর্থ হলেও নিম-হলুদ জুটি আপনাকে হতাশ করবে না। এক মুঠো নিমপাতা ভালো করে ধুয়ে নিন। এরপর তিন-চার টুকরা কাঁচা হলুদের সঙ্গে ব্লেন্ড করুন। এবার এই পেস্ট ২০-২৫ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি টানা দুই সপ্তাহ ব্যবহার করতে হবে।
সতেজ ত্বকের জন্য
দূষণের এই নগরে সতেজ ত্বক পাওয়া সহজ নয়। এ জন্য ঘরে তৈরি করে নিন সহজ প্যাক। প্রথমে নিমপাতা সিদ্ধ করুন। সিদ্ধ পানি আলাদা করে রেখে দিন। এরপর ব্লেন্ডারে সিদ্ধ নিমপাতা, কাঁচা হলুদ ও মধু দিয়ে ব্লেন্ড করে প্যাক বানিয়ে নিন। এই প্যাক মুখে আর হাত-পায়ে মেখে রেখে দিন যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে গেলে প্রথমে নিমপাতার সিদ্ধ পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগান। সপ্তাহে তিন দিন ব্যবহারেই ফিরে পাবেন ত্বকের সতেজতা।
ত্বকের তেল দূর করতে
ত্বকের তেলতেলে ভাব দূর করতে নিমপাতা, কাঁচা হলুদ ও চন্দনের গুঁড়া দিয়ে বানিয়ে নিন প্যাক। ১০-১২টি নিমপাতা, দুই টুকরা কাঁচা হলুদ ও আধা চা চামচ চন্দনের গুঁড়া একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করুন। ভালো করে মুখে মাখুন। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। টানা এক সপ্তাহ ব্যবহারের পরই পার্থক্য বুঝতে পারবেন।
Discussion about this post