হার্টবিট ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভাইস চ্যান্সেলরের ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের আদেশক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় পেশাগত এমবিবিএস মে-২০২২ সালের পরীক্ষার ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সাময়িকভাবে প্রকাশিত হইল।
এবার এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন পাঁচ হাজার ১৩৪ জন মেডিকেল শিক্ষার্থী। পাস করেছেন চার হাজার ৮৩ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১১ জন শিক্ষার্থী। তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল-ক্রটি পরিলক্ষিত হলে তা সংশোধন বা সম্পূর্ণ বাতি করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কোনো আপত্তি বা অভিযোগ থাকলে বা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে ইচ্ছুক হলে ১৬ অক্টোবর ২২ তারিখের মধ্যে প্রয়োজনীয় তথ্যপ্রমাণাদিসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। উল্লিখিত তারিখের পর কোনো অভিযোগ করা করা হবে না।
Discussion about this post