হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশনে তিনটি বিষয়ে সাব-স্পেশালিটি ডিভিশন খোলা হয়েছে। গত ৪ (সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
বিষয় তিনটি হলো- মাস্কুলোস্কেলিটাল এন্ড ইন্টারভেনশনাল ফিজিয়াট্রি, ২. স্পোর্টস মেডিসিন ও ৩. নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত ওই আদেশে আরও বলা হয়েছে, ‘১৫/৯/২০২০ তারিখে অনুষ্ঠিত মেডিসিন অনুষদের ২১তম সভা ও ১৯/১১/২০২১ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৬২তম সভার সুপারিশক্রমে ১/১২/২০২০ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ১. মাস্কুলাস্কেলিটাল এন্ড ইন্টারভেনশনাল ফিজিয়াটি ২. স্পোর্টস মেডিসিন, ৩. নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন ডিভিশন খোলা হলো।’
অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর অনুলিপি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান/ডিভিশন প্রধান, অধ্যাপক ইমেরিটাস/ইউজিসি অধ্যাপক ও প্রক্টরের দপ্তরের পাঠানো হয়েছে।
Discussion about this post