হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিএইচডি প্রোগ্রামের আওতায় ২৪ জন শিক্ষক, শিক্ষার্থীকে থিসিস করার জন্য নির্বাচিত করা হয়েছে। মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ ও প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদভুক্ত বিভিন্ন বিষয়ে পিএইচডি থিসিস করার বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহীদ ডা. মিল্টন হলে অ্যাকাডেমিক কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ সভায় অনুমোদন দেয়া হয়।
এর আগে গত ১ সেপ্টেম্বর ‘বোর্ড অব এডভান্স স্টাডিজ’ এর সভায় পিএইচডি থিসিস করার জন্য প্রার্থী ও থিসিসের বিষয়, ইনভেসটিগেটর, গাইড যাচাই-বাছাই করা হয় এবং আজকের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরো এগিয়ে নিতে এই পিএইচডি থিসিস প্রোগ্রাম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখসহ সম্মানিত ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পিএইচডি থিসিস করার জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- বিএসএমএমইউর সার্জারি অনুষদের অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ, রিসার্চ অ্যাসিসট্যান্ট ডা. কে এম রফিকুল ইসলাম, গাইকোলজিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক শিরিন আক্তার বেগম, কমিউনিটি অফথালমোলজি বিভাগের শিক্ষার্থী ডা. নাহিদ সুলতানা, নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রকিবুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজি এর অফথালমোলজি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. এবিএম ইয়াসিন উল্লাহ, ঢাকা মেডিক্যাল কলেজের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কোহিনুর আহমেদ ও ডা. লাকি ঘোষ।
বিএসএমএমইউর মেডিসিন অনুষদের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. ফাতেমা ইয়াসমিন, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মসিউর রহমান খসরু, কার্ডিওলজি বিভাগের শিক্ষার্থী ডা. ফারজানা খান সোমা, ডা. কাজী রাহিলা ফেরদৌসী, মেডিকেল অফিসার ডা. দীন-ই-মোজাহিদ মোহাম্মদ ফারুক উসমানি, ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ তানভীর ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স এর সহকারী অধ্যাপক ডা. মাশফিকুল হাসান, কুর্মিটোল জেনারেল হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের ইএমও ডা. শাহেদ মোরশেদ এবং এন্ডোক্রাইনোলজি বিভাগের শিক্ষার্থী ডা. তানিয়া তোফায়েল।
প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের আওতায় মার্কস মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. নাভিরা আফতাবি বিনতে ইসলাম, নিপসমের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রাশেদুল আলম, ন্যাশনাল হাট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেডিকেল কলেজের লেকচারার ফারজানা নুসরাত এবং ঢাকা ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফারজানা সুলতানা।
Discussion about this post