হার্টবিট ডেস্ক
সারাদেশে সরকারি মেডিকেল কলেজের শিক্ষকদের দৈনন্দিন উপস্থিতির প্রতিবেদন অনলাইনের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নিকট প্রেরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার (১১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘সকল মেডিকেল কলেজে শিক্ষকদের শতভাগ অনলাইন এটেনডেন্স গ্রহণপূর্বক দৈনন্দিন উপস্থিতির প্রতিবেদন দুপুর ২টা থেকে ৩টার মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ই-মেইলযোগে (email:per1@mefwd.gov.bd) আবশ্যিকভাবে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এর আগে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন সরকারি মেডিকেল কলেজসমূহের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা এবং স্বাস্থ্য শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গত ২৫আগস্ট অনুষ্ঠিত পর্যালোচনা সভায় মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মেডিকেল কলেজসমূহে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। এই লক্ষ্যে সকল মেডিকেল কলেজে শতভাগ অনলাইন এটেনডেন্স বাস্তবায়নসহ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
প্রজ্ঞাপনটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সকল সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকলের নিকট পাঠানো হয়েছে।
Discussion about this post