হার্টবিট ডেস্ক
২০৩০ সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূলে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে আগ্রহী জাপানের সাসাকা হেলথ ফাউন্ডেশন। এজন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নিকট একটি আনুষ্ঠানিক আবেদন পত্র জমা দেন সাসাকা ফাউন্ডেশনের মহাসচিব টিম লিডার প্রফেসর তাকাহিরু নানরি।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আবেদন পত্র জমা দেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিলুফার নাজনীন সহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Discussion about this post