হার্টবিট ডেস্ক
এককালে ফিটকিরির অনেক ব্যবহার ছিল। যদিও এখন আর সেভাবে ফিটকিরির ব্যবহার দেখতে পাওয়া যায় না। তবে এই একটি উপাদানই নানা সমস্যার সমাধান হিসেবে ব্যবহার করা যায়, তা কি আপনি জানেন?
প্রতিদিনের বিভিন্ন ক্ষেত্রে আপনি এর ব্যবহার করতে পারেন, যা আপনাকে শতভাগ কার্যকরী সমাধান দেবে। আসুন জেনে নিই লাইফস্টাইলের বিভিন্ন ক্ষেত্রে এর সঠিক ব্যবহারের উপায়গুলোকে।
১. পুরুষের শেভ করার পর মুখের ত্বকে কোনো ক্ষতি হলে বা কেটে গেলে অ্যান্টি সেপটিক হিসেবে ভালো কাজে আসে ফিটকিরি।
২. দামি প্রসাধনীর পরিবর্তে রূপচর্চায় ব্যবহার করতে পারেন এটি। ত্বকের জেল্লা বাড়াতে পরিষ্কার ত্বকে এই উপাদান ঘষে নিলে ত্বক অনেকটাই মসৃণ হয়ে ওঠে।
৩. যদি আপনার ত্বকে ভাঁজ বা কুঁচকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, তবে নিয়মিতই ফিটকিরি মুখে ঘষে ভালো ব্র্যান্ডের কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৪. মুখে ব্রণ বা কালো দাগ থাকলেও মুখে ঘষে নিতে পারেন ফিটকিরি।
৫. মুখের দুর্গন্ধ দূর করতে গরম পানির সঙ্গে ফিটকিরি মিশিয়ে কুলকুচি করতে পারেন।
৬. মুখের ভেতর আলসার, ঘা, মাড়ি বা জিবের প্রদাহতেও ফিটকিরির পানি কার্যকরী।
৭. যাদের মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা রয়েছে তারা ফিটকিরির পানি দিয়ে কুলকুচি করতে পারেন।
৮. ফিটকিরি মেশানো পানিতে গোসল করলে চুল পড়ার সমস্যার যেমন সমাধান পাওয়া যায়, তেমনি শরীরের দুর্গন্ধও দূর হয়।
৯. উকুনের সমস্যা থাকলেও ফিটকিরি মেশানো পানিতে গোসল করতে পারেন।
১০. গোলাপজলের সঙ্গে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে মুখে লাগালে তা ‘অ্যাস্ট্রিনজেন্ট’ হিসেবে কাজ করে। তাই রূপচর্চায়ও প্রাধান্য দিতে পারেন ফিটকিরিকে।
সূত্র: আনন্দবাজার
Discussion about this post