হার্টবিট ডেস্ক
স্বাস্থ্য ও চিকিৎসা খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর।
শনিবার (১০ সেপ্টম্বর) থাইল্যান্ডের মেডপার্ক হাসপাতালের পক্ষ থেকে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে মেডপার্ক হাসপাতালের চিফ অপারেটিং অফিসার মাইয়াধজ স্যামসেন বাংলাদেশের রোগীদের থাইল্যান্ডের মেডপার্ক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা সেবাসহ আন্তর্জাতিক চিকিৎসার সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আগামী দিনে উভয় দেশের উন্নয়নের জন্য চিকিৎসা ও প্রযুক্তি বিনিময়ে আগ্রহ দেখান।
সেমিনারের বিশদ আলোচনা করেন মেডপার্ক হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. চাদ ওয়ানিশাওয়াদ এবং অর্থোপেডিক ডা. সিরিপং রতনচাই। সেমিনার শেষে বাংলাদেশি রোগীদের বিনামূল্যে পরামর্শ সেবা প্রদান করেন এ দুইজন।
Discussion about this post