হার্টবিট ডেস্ক
স্ট্রোক করে না ফেরার দেশে পাড়ি জমালেন ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. শারমিন সুলতানা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলার ডেপুটি সিভিল সার্জন।
ডা. শারমিন সুলতানা ছিলেন যশোর সদর উপজেলার কটুয়া ইউনিয়নের সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসের সাথে ফুসফুস, চোখ ও কিডনি জটিতায় ভুগছিলেন তিনি। বিভিন্ন হাসপাতালে নিয়েছেন চিকিৎসা সেবা। কিন্তু তারপরও তাঁকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি, অবশেষে গত রাতে পরপারে চলে যান ডা. শারমিন।
ডা. শারমিন সুলতানার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন চিকিৎসক সমাজ। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
Discussion about this post