হার্টবিট ডেস্ক
অনেকেরই কোলেস্টেরলের সমস্যা আছে। উচ্চ কোলেস্টেরলের সমস্যা বাড়িয়ে দেয় হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি। অথচ শরীরে যে কোলেস্টেরলের মাত্রা বাড়ছে, তা অনেক সময় বোঝা যায় না। কিন্তু কয়েকটি উপসর্গ রয়েছে, যা সাধারণত অধিকাংশই এড়িয়ে যান। চিকিৎসকদের মতে, এই উপসর্গগুলো দেখা দিলে দ্রুত কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করানো উচিত এবং চিকিৎসা শুরু করা প্রয়োজন।
শরীরে যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, তখন ধমনীর ভিতর স্নেহ পদার্থ জমা হতে শুরু করে। এর ফলে স্বাভাবিক রক্ত সঞ্চালনে ব্যঘাত ঘটে। এতে হৃদরোগের পাশাপাশি হৃৎপিণ্ড বিকল হয়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে।
কোলেস্টেরলের মাত্রা বাড়লে যেসব উপসর্গ দেখা দেয়-
১. হাঁটাচলার সময় বা সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় পায়ের পেশিতে টান ধরার সমস্যা হলে।
২. শুধু পা নয়, থাই ও ঊরুর পেশিতে টান ধরে ব্যথা অনুভব করতে পারেন।
৩. পায়ের পাতা মাঝেমাঝে অসাড় হয়ে যাওয়া, ঝিনঝিন করার মতো উপসর্গ দেখা দিলে।
৪. ধীর গতিতে পায়ের লোমের বৃদ্ধি বা লোম উঠে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে।
৫. শরীরের অন্যান্য অঙ্গের থেকে পায়ের রঙ পরিবর্তন হলে বা নীলচে হয়ে এলে।
৬. পায়ে কোনও ক্ষত হলে তা শুকাতে দেরি হলে।
৭. পায়ের আঙুলের নখ ভেঙে যাওয়া, বৃদ্ধি না পাওয়া।
Discussion about this post