হার্টবিট ডেস্ক
এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩২ জন। এর মধ্যে শুধু কক্সবাজার জেলায় ১৫ জন মারা গেছেন। এছাড়া এই জেলায় এখন পর্যন্ত ৭৬৬ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব তথ্য জানা যায়। জেলায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৬৮৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে আরও জানা যায়, কক্সবাজারের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা শহরে। এ বছর এখন পর্যন্ত ঢাকায় ১৩ জন মারা গেছেন ডেঙ্গুতে। এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে একজন মারা গেছেন।
সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ২৩ জন রোগী ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানায়। এর মধ্যে ঢাকাতেই আছেন ৮৪৯ জন। আর বাকি ১৭৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৭ হাজার ৩৩৫ জন।
Discussion about this post