হার্টবিট ডেস্ক
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) পাঁচ বিষয়ে নতুন ফেলোশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন এবং কমিউনিটি মেডিসিনের ওপর ফেলোশিপ প্রোগ্রাম ৬ সেপ্টেম্বর থেকে চালু করা হয়েছে।’
নোটিসের অনুলিপি ও সদয় অবগতির জন্য বিসিপিএসের সিনিয়র সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, র অনারারি পরিচালক (আরটিএমটি), পরিচালক অ্যাডমিনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post