হার্টবিট ডেস্ক
করোনারসংক্রমণরোধে গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) সারাদেশে বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে ৮৪ হাজার ৫৮০ জনকে। এর মধ্যে নারী রয়েছে ৪১ হাজার ৭৪৫ জন আর পুরুষ ৪২ হাজার ৮৩৫ জন। বুস্টার টিকা এখন পর্যন্ত সর্বমোট দেওয়া হয়েছে চারকোটি ৪১ লাখ ১৯ হাজার ২৩৯ ডোজ। বুধবার প্রথম ডোজ টিকা একদিনে দেওয়া হয়েছে ৭৬ হাজার ৪৯ ডোজের মধ্যে নারী পেয়েছেন ৩৭ হাজার ১৫৭ জন আর পুরুষ পেয়েছেন, ৩৮ হাজার ৮৯২ জন। এখন প্রর্যন্ত দেওয়া হয়েছে ১৩ কোটি ৭১ লাখ ৮৮৫ ডোজ।
দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে একদিনে ২০ হাজার ৫১ জনকে। এর মধ্যে নারী পেয়েছেন ৯ হাজার ৮৬১ জন আর পুরুষ পেয়েছেন ১০ হাজার ১৯০ জন। এখন পর্যন্ত সারাদেশে দেওয়া হয়েছে ১২ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৫৭৯ ডোজ। এছাড়া গত ২৫ আগস্ট থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকা কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে এই কার্যক্রমে ৭ লাখ ৬৩ হাজার ৭৩ জন শিশু প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৯ হাজার ৫৩৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে একদিনে টিকা পেয়েছে ৩৫ হাজার ৪০৭ জন পুরুষ ও ১৪ হাজার ১২৮ জন নারীকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায় প্রথম দফায় রাজধানীর ২১টি কেন্দ্রসহ সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের ৫৫টি জোনে ও ৪৬৫টি ওয়ার্ডে এই টিকাদান কর্মসূচি চলছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে আগামী ১৪ দিনব্যাপী এই কার্যক্রম।
বুধবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানিয়েছেন, এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস এন্ড ই-হেলথ এর পরিচালক অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।
পরিচালক বলেন, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত এসব টিকা দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা। অন্যদিকে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের একদিনে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২২৮ জনকে, এর মধ্যে ১৪০ জন পুরুষ ও ৮৮ জন নারীকে। এখন পর্যন্ত দেওয়া হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ৭৭২ জনকে। আর দ্বিতীয় ডোজ একদিনে দেওয়া হয়েছে ৭৭৭ জনকে, এরমধ্যে পুরুষ ৪০০ জন ও নারী ৩৭৭ জনকে। এখন পর্যন্ত দেওয়া হয়েছে ১ কোটি ৬১ লাখ ২২ হাজার ৭৭০ ডোজ। উল্লেখ্য, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ৫ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।
Discussion about this post