হার্টবিট ডেস্ক
সরকারি চাকরিতে যোগদানের পরও যে কোন চিকিৎসক পূর্বে বেসরকারি প্রতিষ্ঠানে কোনো স্নাতকোত্তর কোর্সে অধ্যায়নরত থাকলে, তা সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সরকারি চাকরিতে যোগদানের পূর্বে কোন চিকিৎসক বেসরকারি প্রতিষ্ঠানে কোনো স্নাতকোত্তর কোর্সের জন্য নির্বাচিত হলে, সরকারি চাকরিতে যোগদানের পরও তিনি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়ন অব্যাহত রাখতে পারবেন। তবে তিনি কোনো সরকারি প্রতিষ্ঠানে মাইগ্রেশন করিতে ইচ্ছুক হলে, সেই সরকারি প্রতিষ্ঠানে তাহাকে মাইগ্রেশনের সুযোগ থাকবে।’
এর আগে গত ১০ মার্চ একই বিষয়ের ওপর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকুরিতে যোগদানের পূর্বে বেসরকারি প্রতিষ্ঠানে কোনো কোর্সের জন্য নির্বাচিত চিকিৎসকেরা তাদের পছন্দক্রম ও ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুযায়ী প্রথম ৫০% চিকিৎসককে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে মাইগ্রেশন জারি করবে এবং তারা প্রাপ্যতা অনুযায়ী প্রেষণ পাবে। বাকি ৫০% সরকারি চিকিৎসক তাদের পূর্বের বেসরকারি প্রতিষ্ঠানে কোর্সের অবশিষ্ট অংশ সম্পন্ন করার জন্য প্রাপ্যতা অনুযায়ী প্রেষণ পাবেন এবং বিজোড় সংখ্যক চিকিৎসকের ক্ষেত্রে বৃহদাংশকে সরকারি প্রতিষ্ঠানে মাইগ্রেশন করতে হবে।’
Discussion about this post