হার্টবিট ডেস্ক
শিশুদের করোনার টিকাদান কার্যক্রমের আওতায় ৫-১১ বছর বয়সী ১ লাখ ৮৩ হাজার ৭৪১ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সিভিল কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, সর্বশেষ গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ২০ হাজার ২০০ শিশুকে টিকা দেওয়া হয়। এর মধ্যে ১০ হাজার ২৪৬ জন ছাত্র এবং ছাত্রী ৯ হাজার ৯৫৪ জন। এছাড়া এখন পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার ৭৪১ জন শিশু করোনা টিকার প্রথম ডোজের আওতায় এসেছে। এর মধ্যে ৮৮ হাজার ৮৪৩ জন ছাত্র এবং ৯৪ হাজার ৮৯৮ জন ছাত্রী।
গত ২৪ আগস্ট থেকে চট্টগ্রাম নগরে শিশুদের করোনার টিকা কার্যক্রম চালু হলেও উপজেলায় এখনো শুরু হয়নি এ কার্যক্রম। ফলে শিশুদের বিরাট একটি অংশ এখনও টিকাদান কার্যক্রমের বাহিরে রয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, সিটি করপোরেশন এলাকার টিকাদান কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। তবে কিছু সমস্যার কারণে উপজেলায় কার্যক্রম শুরু করতে পারছি না। তবে শীঘ্রই এ কার্যক্রম শুরু হবে।
Discussion about this post