হার্টবিট ডেস্ক
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ। এর আগে তিনি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।
আজ রোববার (৪ সেপ্টেম্বর) স্বাস্ব্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১ অধিশাখার) এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
এতে বলা হয়েছে, ‘বর্ণিত কর্মকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আয়ন ও ব্যায়ন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। বদলি/পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্রগ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন।’
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে’,প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post