হার্টবিট ডেস্ক
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে পরিচালিত পাঁচটি কোর্সের রুটিন প্রকাশ হয়েছে। আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই লিখিত পরীক্ষা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) রাশিদা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
যেসব কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে- জুনিয়র মিডওয়াইফারি, কমিউনিটি প্যারামেডিক, ডিপ্লোমা ইন রেনাল নার্সিং, ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক নার্সিং, ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং কোর্স।
পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত।
আগামী ২০ সেপ্টেম্বর থেকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কেন্দ্র সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে প্রকাশ করা হবে’,বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post