হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও চবির মেডিসিন ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার।
এ বিষয়ে তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ফাইনাল প্রফেশনাল পরীক্ষার শিক্ষার্থীদের ফলাফল ভালো হয়েছে। এবার অনার্স মার্ক পেয়েছে ৩১ জন শিক্ষার্থী। পাসের হার ৬৭.৭৫ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক হাজার ২৩২ জন এমবিবিএসের শিক্ষার্থী।
এবার পাস করেছেন ৮৩৪ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৩৯৯ জন। আর পরীক্ষায় অনুপস্থিত ছিলেন একজন শিক্ষার্থী।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমির মোহাম্মদ মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইস-চ্যান্সেলরের আদেশে ৮৩৪ জন এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার্থী নভেম্বর-২০২১ এ উত্তীর্ণ হয়েছেন বলে ঘোষণা করা হয়। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
Discussion about this post