হার্টবিট ডেস্ক
ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এমবিবিএস-৫৩ ও বিডিএস-১১ ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় কলেজ চত্বরে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা ‘বাতিল বাতিল চাই, সিজিপিএ বাতিল চাই’, ‘ক্যারিঅন বহাল চাই, সিজিপিএ বাতিল চাই’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে।
বিক্ষোভ মিছিলটি হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে বেলা ২টায় শেষ হবে বলে জানা গেছে।
রাএ সময় শিক্ষার্থী আবু মাসুম জানান, ২০২১-২২ সেশনে বিএমডিসি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করেছে। এতে মেডিক্যাল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এ ছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবে না, যেটা ক্যারি অন কার্যক্রমে ছিল না।
এ সময় সিজিপিএ বাতিল করে ক্যারি অন পুনরায় চালু করার দাবি জানান শিক্ষার্থীরা।
তবে ওই মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. জি এম নাজিমুল হক বলেন, ‘ক্যারি অন নয়, সিজিপিএ-ই শিক্ষার্থীদের জন্য ভালো।’
Discussion about this post