হার্টবিট ডেস্ক
১০০-২৫০ শয্যায় উন্নীত বরগুনা জেনারেল হাসপাতালে রাজস্বখাতে অস্থায়ীভাবে ও স্থায়ীভাবে ৪৮টি পদ তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে ১০০ শয্যা হতে ২৫০ শয্যার উন্নীত বরগুনা জেনারেল হাসপাতালের জন্য বছর বছর সংরক্ষণের ভিত্তিতে রাজস্বখাতে অস্থায়ীভাবে ৩৩টি পদ ও বিভিন্ন ক্যাটাগরির বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত রাজস্বখাতে স্থায়ীভাবে ১৫টি পদ সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
এতে বলা হয়েছে, ‘উল্লেখিত কর্মকর্তা/কর্মচারীদের যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড হতে মিটানো হবে। ভৌত অবকাঠামো নির্মাণের পূর্বে জনবল নিয়োগ করা যাবে না।’
এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সকল শর্ত যথাযথভাবে প্রতিপালন করতে হবে’, বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post