হার্টবিট ডেস্ক
চিকিৎসক ছাড়া কেউ সাদা এপ্রোন পরতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কুমিল্লায় একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শনের সময় এ নির্দেশনা দেন তিনি।
এ সময় মন্ত্রী শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দেন।
এ সময় নার্সদের নির্ধারিত সবুজ ড্রেস পরার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘আপনারা সাদা অ্যাপ্রন পরেছেন কেন, এটা তো চিকিৎসকদের জন্য নির্ধারিত। আপনাদের ড্রেস আমরা দিইনি? এটা পরেন না কেন? চিকিৎসকগণ চিকিৎসকদের নির্ধারিত ড্রেস পরবেন। নার্সরা তাদের নির্ধারিত ড্রেস পরবেন।’
স্বাস্থ্যকর্মীরা ঠিক মতো কাজ করছেন কিনা জানতে চাওয়ার পাশাপাশি স্বাস্থ্য সেবা দিতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা তাও জানতে চান মন্ত্রী।
Discussion about this post