হার্টবিট ডেস্ক
মেডিকেলে ভর্তি হয়েও ডাক্তার হতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডাক্তার হতে না পারলেও এখন ডাক্তারদের মন্ত্রী হয়েছি। আল্লাহর কী লীলা খেলা। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় মেডিকেলে ভর্তির চেষ্টা করেছিলাম, এমনকি ভর্তিও হয়েছিলাম, কিন্তু ডাক্তার হতে পারিনি। দীর্ঘদিন সেই আক্ষেপটা ছিল, কিন্তু এখন আর নেই।
মেডিকেলে ভর্তি নিয়ে নিজের স্মৃতির কথ জানিয়ে মন্ত্রী বলেন, ‘কুমিল্লা মেডিকেলে আমার অনেক স্মৃতি। আমার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আমি এখানে মেডিকেলেও ভর্তি হয়েছিলাম, কিছুদিনের স্মৃতি আছে।’
জাহিদ মালেক বলেন, ‘স্কুল-কলেজসহ প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীরা অটোপাস পেয়েছে, কিন্তু মেডিকেলে কোনো অটোপাস নেই। আমি থাকতে কোনো অটোপাস হবে না। আমরা মানুষের জীবন নিয়ে কাজ করি, ইট-বালু সিমেন্ট নিয়ে কাজ করি না।’
আট বিভাগে আটটি হাসপাতাল তৈরির কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, একসঙ্গে বিশ্বের কোথাও এতো স্থাপনা হয়নি। চট্টগ্রামেও একটি হচ্ছে, কুমিল্লাবাসী এর সুবিধা পাবে। করোনার মধ্যেও আমরা চারটি মেডিকেল করেছি, যেগুলো প্রায় প্রস্তুত। এমন কোনো হাসপাতাল নেই, যেখানে আরটিপিসিআর নাই। মাত্র একটি থেকে আরটিপিসিআর সংখ্যা এখন ১০৫টি হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. সামিউল ইসলামসহ আরও অনেকে।
Discussion about this post