হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন আহমেদ মারা গেছেন।
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রেসিডেন্ট অর্থোপেডিক ডা. আকিল ইবনে তাহের আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আকিল বলেন, ডা. সাইফ দুপুর ১২টার দিকে ইনফিরিয়র এম আই লক্ষণ দেখা দিলে কার্ডিওলজি বিভাগে যান। সেখানে হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করা হয়। পরে ক্যাথল্যাবে পিসিআই পরীক্ষা করার সময় এম আই জটিলতা আরও বেড়ে যাওয়ার কারণে মৃত্যবরণ করেন তিনি।
আজ বাদ মাগরিব চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সেন্ট্রাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল সকাল ৯টায় ফেনীর পরশুরামে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. সাইফ উদ্দিন আহমেদ। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছেন দেশের বিশিষ্ট চিকিৎসকরা।
Discussion about this post