হার্টবিট ডেস্ক
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রতি ১০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকার বাধ্যবাধকতা রেখে ‘বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বিল-২০২২’ জাতীয় সংসদে পাস হয়েছে। এতে বেসরকারিভাবে মেডিকেল কলেজ স্থাপনে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। আইন না মানলে সাজার বিধানও রাখা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বিলটি সংসদে তোলেন। পরেসিটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।
বিলে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের প্রতিটি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত হবে ১:১০। এসব প্রতিষ্ঠানে কোনো বিভাগের খণ্ডকালীন শিক্ষকের সংখ্যা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদিত পদের ২৫ শতাংশের বেশি রাখা যাবে না।
মেডিকেল বা ডেন্টাল কলেজের ৫ শতাংশ আসন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। প্রতি শিক্ষাবর্ষে এই আসন ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা ভর্তি কার্যক্রম শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে সরকারকে জানাতে হবে।
আইনে আরও বলা হয়েছে, বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে নূন্যতম ৫০ আসনবিশিষ্ট হতে হবে।
Discussion about this post