হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্পাইন প্রতিস্থাপনের মৌলিক পদ্ধতি ‘বেসিক টেকনিকস অব স্পাইন ফিক্সেসন’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লকের অর্থোপেডিক্স বিভাগে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ স্পাইন সোসাইটি।
কর্মশালায় ৫৬ জন অর্থোপেডিক্স সার্জন অংশগ্রহণ করেন। এসময় তারা দেশি-বিদেশি স্পাইন বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্তৃক পরিচালিত লাইভ সার্জারি প্রদর্শন করেন।
অনুষ্ঠানে বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ থেকে গত দু’বছর করোনাকালীন সময়ে কোন রোগী বিদেশে চিকিৎসা নিতে যায়নি। আমরাও চাই কোন রোগী যেন বিদেশ না যায়। এজন্য এ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি সংযোজনের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের চিকিৎসকরা ২০০৪-২০০৬ সালের দিকে ফিজি, নিউজিল্যান্ড প্রশিক্ষণ নিতে যেতো, কিন্তু তারা কিছুই শিখে আসে নি। সে প্রেক্ষাপট পরির্বতন হয়েছে। এখন আমরা প্রশিক্ষণের জন্য চিকিৎসক না পাঠিয়ে যারা প্রশিক্ষণ দেন, তাদের দেশে আনার ব্যবস্থা করেছি। পাঁচজন গিয়ে বিদেশে প্রশিক্ষণ নেওয়ার চেয়ে পাঁচ জন বিদেশি প্রশিক্ষক দেশে এনে আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ দিলে বেশি ইতিবাচক ফল বয়ে আনবে।’
বাংলাদেশ স্পাইস সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. খ. আব্দুল আওয়াল রিজভির সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র অর্থোপেডিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শফিকুল আলম, বাংলাদেশ অর্থপেডিক্স সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোনায়েম হোসেন, মহাসচিব অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, ভারতের বোম্বে হাসপাতালের স্পাইন বিভাগের কনসালটেন্ট ডা. আরভিন্ড জি কুলকারনি, ভারতের নিউ দিল্লির আইসিআইসির স্পাইন সার্জারি বিভাগের প্রধান কনসালটেন্ট ডা. গুরুরাজ সঙ্গদিমাথ প্রমুখ।
Discussion about this post