হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে প্রতিনিয়ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৭৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সোমবার (২৯ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রবিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৭৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪টি উপজেলার সরকারি হাসপাতালে ৯৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫২ জন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) হাসপাতালে ৩২ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।’
বিআইটিআইডি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৩২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর আগের দিন রবিবার ২৫ জন এবং শনিবার সারাদিন ২৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের রেজিস্ট্রার ডা. নুরুল হক বলেন, ‘হাসপাতালে রবিবার সকাল থেকে সোমবার ৮টা পর্যন্ত ৫২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
Discussion about this post