হার্টবিট ডেস্ক
রংপুর মেডিকেল কলেজে এমএস জেনারেল সার্জারি (রেসিডেন্সি) ও নিউরো সার্জারি কোর্স অধিভুক্তি ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজেস অ্যান্ড পোস্ট গ্যাজুয়েট ইনস্টিটিউট’স এর পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, গত ১৮ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত ৬৭তম একাডেমিক কাউন্সিল ও ২৬ জুলাইয়ে অনুষ্ঠিত ৮৭তম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক কোর্স দুটির অধিভুক্তির ব্যাপারে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নিম্নলিখিত শর্তসাপেক্ষে এমএস জেনারেল সার্জারি (রেসিডেন্সি) কোর্স পুনরায় অধিভুক্তির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়:
শর্তসমূহ
১. উক্ত কোর্স একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট কর্তৃক অনুমোদন দেওয়া হয়।
২. এই অনুমোদন ৩৫ বছরের জন্য কার্যকর থাকবে, অনুমোদিত কোর্সের অগ্রগতি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন মূল্যায়ন সাপেক্ষে কোর্স অব্যাহত থাকবে।
৩. বিএসএমএমইউতে এমএস কেনাবেল সার্জারি কোর্সের জন্য বর্তমানে যে কারিকুলাম বিদ্যমান আছে সেই কারিকুলাম অনুযায়ী কোর্সটি পরিচালিত হবে।
৪. প্রতি বছর একবার মার্চ সেশনে চারজন রেসিডেন্ট ভর্তির অনুমোদনের সুপারিশ করা হয়, যা কেন্দ্রীয়ভাবে বিএসএমএমইউ‘র ভর্তির নিয়মানুযায়ী পরিচালিত হবে।
৫. উক্ত বিভাগে প্রকাশনা ও গবেষনা কার্যক্রম বাড়াতে হবে।
নিম্নলিখিত শর্তসাপেক্ষে এমএস নিউরোসার্জারি (রেসিডেন্সি) কোর্স অধিভুক্তির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়:
শর্তসমূহ
১. উক্ত কোর্স একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট কর্তৃক অনুমোদন দেওয়া হয়।
২. এই অনুমোদন ৫ বছরের জন্য কার্যকর থাকবে, অনুমোদিত কোর্সের অগ্রগতি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন মূল্যায়ন সাপেক্ষে কোর্স অব্যাহত থাকবে।
৩. বিএসএমএমইউতে এমএল নিউরো সার্জারি কোর্সের জন্য বর্তমানে যে কারিকুলাম বিদ্যমান আছে সেই কারিকুলাম অনুযায়ী কোর্সটি পরিচালিত হবে।
৪. প্রতি বছর একবার মার্চ সেশনে তিনজন রেসিডেন্ট ভর্তির অনুমোদনের সুপারিশ করা হয়, যা কেন্দ্রীয়ভাবে বিএসএমএমইউ-এর ভর্তির নিয়মানুযায়ী পরিচালিত হবে।
৫. বিভাগীয় অবকাঠামো উন্নত করতে হবে।
৬. উক্ত বিভাগে প্রকাশনা ও গবেষনা কার্যক্রম বাড়াতে হবে।
উক্ত কোর্সের অধিভুক্তি ফি হিসেবে ২০ হাজার টাকা এবং অধিভুক্তি নবায়ন ফি হিসাবে প্রতি বছর বিষয়প্রতি ৫ হাজার টাকা হিসাব নং ‘Affiliation of courses BSMMU SND 77-0’ তে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
Discussion about this post