হার্টবিট ডেস্ক
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার চলমান অভিযানে খিলগাঁও জেনারেলসহ আটটি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ সোমবার (২৯ আগস্ট) ঢাকায় দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধে ঢাকাসহ সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তুর এ অভিযান চালায়।
হাসপাতালগুলো হলো- খিলগাঁও জেনারেল হাসপাতাল, খিদমাহ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল এবং মাতুয়াইলের কনক জেনারেল হাসপাতাল, শনিরআখড়ার সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চাংখারপুলের ঢাকা জেনারেল হাসপাতাল, বনানীর হেয়ার ট্রান্সপ্লান্ট কসমেটিক সার্জারি কনসালটেন্সি এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টার।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান দুপুর ১টায় অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় খিলগাঁও রেলগেট এলাকায় খিলগাঁও জেনারেল হাসপাতাল বন্ধ করে দেন। এসময় হাসপাতালটিতে চারজন রোগী ভর্তি থাকায় বন্ধ করার জন্য ২৪ ঘণ্টা সময় দেয় অধিদপ্তর।
Discussion about this post