হার্টবিট ডেস্ক
বিশ্বমানের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং সময়োপযোগী ও সাশ্রয়ী করার পুনঃপ্রত্যয় নিয়ে ইউনাইটেড হাসপাতালের ১৬ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) মূল অনুষ্ঠানের পর বাদ যোহর হসপিটাল ও রোগীদের দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন তেলওয়াত, দোয়া ও মিলাদের আয়োজন হয়।
অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, ইউনাইটেড হেলথকেয়ার ১৬ বছর অতিক্রম করেছে। আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে ইউনাইটেড হসপিটাল যাত্রা শুরু করেছিলো, আমরা সেখানে সফলতা পেয়েছি। বাংলাদেশে আমরা একটা হেলথ চেইন ব্র্যান্ড তৈরি করতে চাই। এর ফলশ্রুতিতেই আমরা জামালপুরে এম এ রশীদ হসপিটাল, ধানমন্ডিতে মেডিক্স এবং সাঁতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করেছি। তিনি আরও বলেন, ইউনাইটেড গ্রুপের অধীনে ‘ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড’ এর আওতাধীন কয়েকটি নতুন হসপিটালসহ সব মিলিয়ে সারা দেশে অচিরেই ১ হাজার ৭৫০ শয্যা সক্ষমতাসম্পন্ন সেবা পরিচালিত হবে। এ সেবা উত্তরোত্তর বাড়ানো এবং সেবার মান ধরে রাখতে ইউনাইটেড হেলথকেয়ার বদ্ধপরিকর।
ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড’র সিইও এবং ইউনাইটেড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, ১৬ বছর ধরে প্রাইভেট হেলথ সেক্টরে আমরা সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছি। আমরা বিষয় ভিত্তিক উৎকর্ষতা সাধনে বদ্ধ পরিকর। যার প্রকৃত উদাহরণ হৃদরোগ চিকিৎসা ব্যবস্থাপনা। এখন আমাদের দেশের বেশিরভাগ হৃদরোগী আমাদের দেশেই চিকিৎসা চিকিৎসা সেবা নিচ্ছেন। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত ইউনাইটেড হসপিটালে প্রায় ১৬ হাজারের অধিক হৃদরোগের শল্যচিকিৎসা সম্পন্ন হয়েছে।
বাংলাদেশে ইউনাইটেড হাসপাতালেই প্রথমবারের মতো মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট, একমো, ট্রান্সক্যাথেটার এওর্টিক ভাল্ভ ইমপ্লান্ট পদ্ধতির চিকিৎসা, র্যাডিক্যাল সিস্টোপ্রোসটেটেকটমি উইথ অর্থোটপিক নিউব্লাডার রিকনস্ট্রাকশন সার্জারি, বিরল হার্নিয়া সার্জারি, গর্ভবতী মায়ের কীটনাশক পান করার পর বিষাক্রান্ত নবজাতকের দ্রুত ও সঠিক চিকিৎসায় সুস্থতা অর্জন, ক্যান্সার রোগীকে সফলভাবে ক্রোনোমডুলেটেড কেমোথেরাপী প্রয়োগসহ অনেক সফলতার গল্প তৈরি হয়েছে। এখন আমাদের লক্ষ্য বিশ্বমানের স্বাস্থ্য সেবাকে কি কি উপায়ে আরও সাশ্রয়ী করা যায়। এরই অংশ হিসেবে আমরা ঘোষণা করছি ইউনাইটেড হসপিটালে বর্তমান ব্যবস্থাপনার পাশাপাশি এখন থেকে ২ লাখ ৫০ হাজার টাকায় ওপেন হার্ট সার্জারি করা যাবে।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য কার্ডিয়াক সার্জন এবং ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের ডিরেক্টর ডা. জাহাঙ্গীর কবির হার্ট সার্জারির এই সাশ্রয়ী প্যাকেজের উদ্বোধন করেন। ডা. জাহাঙ্গীর কবির বলেন, তার উত্তরসূরি হার্ট সার্জনগনই হার্টের এই অপারেশন গুলো করবেন।
উল্লেখ্য ডা. জাহাঙ্গীর কবির এরই মধ্যে ২৫ হাজারেরই বেশি হার্ট সার্জারি করেছেন। তিনিই বাংলাদেশের প্রথম ৪২ বছর বয়সী এক নারীর হৃদযন্ত্রে মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট করেছেন।
উল্লেখ্য, ২০০৬ সালের এই দিনে দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী ইউনাইটেড গ্রুপের মালিকানা ও তত্ত্বাবধানে ইউনাইটেড আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করেন।
Discussion about this post