হার্টবিট ডেস্ক
বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ৬০ কোটি ৩৯ লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ আগস্ট) সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনায় শনাক্ত হয়েছেন ৬০ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার ৭৯০ জন।
একই সময়ে করোনায় মৃত্যুবরণ হরেছেন ৬৪ লাখ ৮২ হাজার ২৮৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৭ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার ৫৩০ জন।
ওয়ার্ল্ডোমিটারের জানানো হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ৬২৬ জন। আর মৃত্যুবরণ করেছেন ১০ লাখ ৬৮ হাজার ১০৮ জন।
Discussion about this post