হার্টবিট ডেস্ক
ঢাকা ডেন্টাল কলেজে রাজস্বখাতে স্থায়ী ও অস্থায়ীভাবে ১৪৮টি পদ সৃজনের অনুমোদন দিয়েছে জনপ্রসাশন মন্ত্রণালয়।
বুধবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব লাবনী ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে সুত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকার জন্য রাজস্বখাতে স্থায়ীভাবে ১৩০টি ও বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে ১৮টিসহ মোট ১৪৮টি পদ সৃজনে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২৭.০১.২০০৯ তারিখের পার-৪ অধিশাখা/পদসৃষ্টি-২০/২০০৮(অংশ)-২৬নং পদ সৃজনের জি.ও.-ব শিরোনামে পদসংখ্যা ৫২ (বায়ান্ন) উল্লেখপূর্বক জি.ও-টি সংশোধনক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।’
এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সকল শর্ত যথাযথভাবে প্রতিপালন করতে হবে’, বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post