হার্টবিট ডেস্ক
রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা একটি জরুরি সেবা। কোনো হাসপাতালের সময় কমানো হয়নি। ২৪ ঘণ্টাই সেবা দেওয়া হয়। শুধু অফিস সময় ৮ থেকে ৩টা করা হয়েছে। এ ছাড়া সকল হাসপাতাল তার নিজস্ব গতিতে চলবে। হাসপাতাল খোলা থাকলে স্বাভাবিকভাবে ওষুধের দোকান খোলা থাকবে। ওষুধের দোকান বন্ধের কোনো নির্দেশনাই দেওয়া হয়নি।’
ওষুধ জরুরি সেবার অংশ জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই সেবা বন্ধ হয় না। ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে। বন্ধের বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সিটি কপোরেশন আমাদের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহ করা হবে। ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে।’
Discussion about this post