হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেবা তত্ত্বাবধায়কসহ বিভিন্ন পদে ৯ম গ্রেডে ২০১ নার্সকে পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (নার্সিং সেবা-১ শাখা) উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
নোটিসে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ২৩.৬.২২ ইং তারিখের ৮০.০০.০০০০.১০৭.১২.০২৪.২১-৪৫১ সংখ্যক স্মারকের সুপারিশের পরিপ্রেক্ষিতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২,০০০-৫৩,০৬০/- বেতনক্রমে (৯ম গ্রেডে) সেবা তত্ত্বাবধায়ক, সহকারী পরিচালক/জেলা পাবলিক হেলথ নার্স/ ডেপুটি নার্সিং সুপারিন্টেডেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত নার্সিং কর্মকর্তাগণকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও প্রতিষ্ঠানে পদায়ন করা হলো।’
এতে বলা হয়েছে, ‘বর্ণিত কর্মকর্তাগণ আগামী ১ সেপ্টেম্বর বা তার পূর্বে পদায়নকৃত নতুন কর্মস্থলে যোগদান করবেন। পদোন্নতিপ্রাপ্ত বর্ণিত কর্মকর্তাদের পদায়িত পদে বর্তমানে নিজ বেতনে যে সকল কর্মকর্তা রয়েছেন, বর্ণিত কর্মকর্তাগণ যোগদানের সঙ্গে সঙ্গে যে সকল পদ হতে তারা তাৎক্ষণিকভাবে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন মর্মে গণ্য হবেন।’
এতে আরও বলা হয়েছে, ‘অব্যাহতি প্রাপ্ত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমমর্যাদার (২য় শ্রেণির) শূন্য পদ থাকলে সেই পদে পদায়িত হয়েছেন মর্মে বিবেচিত হবেন। যদি শূন্য পদ না থাকে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে পদায়নের জন্য মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, ঢাকা বরাবর আবেদন করবেন।’
‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, উল্লেখ করা হয়েছে নোটিসে।
Discussion about this post