হার্টবিট ডেস্ক
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের অভিযানে ৩৪ জনকে আটক করা হয়। পরে চার জনকে ছেড়ে দেওয়া হয়। তবে অন্য ৩০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকালে হাসপাতালে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন ফার্মাসিটিক্যাল কোম্পানির এজেন্টও রয়েছেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতীম কুমার চক্রবর্তী গ্রেফতারদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। এরমধ্যে ১৮ জনকে সর্বোচ্চ তিন থেকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ১৪ জনকে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
র্যাব-৬ এর উপ-অধিনায়ক আব্দুর রাকিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল ইসলাম। অভিযানকালে সেবা প্রত্যাশাীরা নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
র্যাব-৬ এর পরিচালক মোহাম্মদ মোসতাক আহমদ বলেন, হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা সেবা যাতে কোনও ভোগন্তি ছাড়াই নিতে পারে সে জন্যই অভিযান পরিচালনা করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল ইসলাম বলেন, লোকবল সংকটের কারণে আমরা হাসপাতাল প্রাঙ্গণে দালালদের উৎপাত বন্ধ করতে পারিনি। তবে এসময় পুলিশ মামলার ক্ষেত্রে অর্থের বিনিময়ে অসুস্থতার সার্টিফিকেট প্রদান, সময়মতো চিকিৎসকদের না পাওয়া ও তাদের দুর্ব্যবহারসহ নানা অভিযোগ অস্বীকার করেন।
Discussion about this post