হার্টবিট ডেস্ক
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্বের পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন ভিত্তিক ‘রেডিয়েশন ফিজিক্স’ কোর্সে ভর্তিচ্ছু চিকিৎসকদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২০ আগস্ট) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব রেডিওথেরাপি কর্তৃক আয়োজিত এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন ভিত্তিক ‘রেডিয়েশন ফিজিক্স’ কোর্স আগামী ২ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত (সপ্তাহে চারদিন) অনুষ্ঠিত হবে।’
‘উক্ত কোর্সে অংশগ্রহণের নিমিত্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য ‘সচিব, বিসিপিএস’ এর অনুকূলে দুই হাজার টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট অথবা সরাসরি ‘United Commercial Bank Limited into STD Account No: 0781301000000256 perat Dhaka Bank Limited STD Account No: 2071500000887’ জমা দিয়ে ব্যাংক রশিদ সহ কলেজের হিসাব শাখায় আগামী ৩১ আগস্ট বিকাল তিনটার মধ্যে জমা দিতে হবে। (বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত)। অংশগ্রহণ করতে ইচ্ছুক ডাক্তারগণকে যথাসময়ে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগে আসলে আগে রেজিস্ট্রেশন’ ভিত্তিতে উক্ত কোর্সের রেজিষ্ট্রেশন করা হবে। এই কোর্সটি শুধুমাত্র রেডিওথেরাপি বিষয়ের চিকিৎসকরা রেজিস্ট্রেশন করতে পারবেন।’
Discussion about this post