নিজস্ব প্রতিবেদক
ফেলো অব কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (এফসিপিএস) কোর্স চালুর অনুমোদন পেয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। এর ফলে মেডিসিন সার্জারি ও গাইনি বিষয়ে এফসিপিএস ডিগ্রি দিতে পারবে চট্টগ্রাম মেডিকেল।
বুধবার (১৭ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ সচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, চলতি বছরের জুলাই শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে মেডিসিন, সার্জারি, পেডিয়েট্রিক্স এবং অবস্ অ্যান্ড গাইনির প্রতিটি কোর্সে প্রতিটি সেশনে ১০ জন শিক্ষার্থী (পাঁচজন সরকারি ও পাঁজন বেসরকারি) নিয়ে এফসিপিএস কোর্স চালুর লক্ষ্যে অনুমোদন দেওয়া হলো।
বিষয়টি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার বলেন, ‘এতে ডাক্তারদের জ্ঞান অর্জনে নতুন দিগন্ত উন্মোচিত হলো। কর্মস্থলে থেকে এফসিপিএস করতে পারবে ডাক্তাররা।’
এখানে সরকারি মেডিকেলের পাঁচজন ও বেসরকারি পাঁচজন শিক্ষার্থী এফসিপিএস কোর্স করতে পারবে বলে জানান তিনি।
Discussion about this post